রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

মোহনপুরে আম্ফানের প্রভাবে সাড়ে ৭’শ বিঘা জমির ফসলের ক্ষতি


প্রকাশিত:
২২ মে ২০২০ ০৩:৩৪

আপডেট:
২২ মে ২০২০ ০৩:৪২

ঝড়ে ভেঙ্গে পড়া গাছ

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। আম, লিচু পেঁপে মৌসুমী ফলসহ প্র্রায় ৭ শ’৫৪ বিঘা জমির ফসল ক্ষতি হয়েছে বলে জানায় কৃষি অধিদপ্তর।

বুধবার (২০ মে ) সন্ধ্যার পর থেকে অবিরাম বর্ষণসহ ঘূর্ণিঝড় আম্ফান উপজেলায় আঘাত হানতে শুরু করে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা পর্যন্ত এই এলাকায় তান্ডব চালায় ।ফসল ছাড়াও ঝড়ে গাছচাপা পড়ে ভেঙে গেছে অনেক ঘরবাড়ি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রহিমা খাতুন জানান, ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে উপজেলার বিভিন্ন ফসলের আওতায় বোরো, আউস বীজতলা, পানবরজ, আম, শাক সবজি, পেঁপে,ভুট্রা, কলাসহ অন্যান্য ফসলের আংশিক ক্ষতির পরিমান ১০০.৯ হেক্টর (প্রায় ৭৫৪ বিঘা) জমি। এর মধ্য বোরো ধান ৩৬.৫ হেক্টর, আম ২৫.২৫ হেক্টর, ভুট্রা ৭.৫ হেক্টরসহ অন্যান্য ফসল ক্ষতি হয়েছে বলে জানান তিনি ।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মোহনপুর সাব যোনাল অফিসের এজিএম রেজাউল হক মন্ডল জানান, উপজেলা বিভিন্ন এলাকায় ৫০ টির মত গাছ পালা পড়ে ৩ টি খুটি ভেঙ্গে ও ২ টি খুটি উপড়ে গেছে। উপজেলার ধুরইল, কেশরহাট পৌর এলাকা, ধোপাঘাটা, বাটুপাড়া, মহব্বতপুর দক্ষিনপাড়া, চক বিরহী মৃধাপাড়া এলাকায় প্রায় ২৪ টির মত মিটার ভেক্সেগ গেছে। ১৫ /২০ জায়গায় মেইন লাইনের সার্ভিস তার ছিড়ে গিয়ে বিদ্যুত লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের তান্ডবে রাত ১১ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল। এখনো কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিছিন্ন রয়েছে। বিদ্যুত লাইন সংস্কার করতে উপজেলার বিভিন্ন এলাকায় ১৫ টি দল কাজ করছে।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন ও দূর্যোগ অধিদপ্তর মোহনপুর উপজেলা কর্মকর্তা বিপুল কুমার মালাকরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্পানে উপজেলায় তেমন কোন ক্ষতির খবর তিনি পাননি। উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ঘরবাড়ির ব্যাপক ক্ষতিসহ পান বরজ ও ফসলের মারাত্মক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ।

তিনি আরোও জানান, ১ নং ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন জানান, ইউনিয়নের বিভিন্ন জায়গায় কাচা ঘরবাড়ির ক্ষতি সবচেয়ে বেশি। এখানকার প্রায় দেড়’শ ঘর বাড়ির আংশিক টিন ঝড়ে উড়ে গেছে। প্রচন্ড বর্ষনে রাস্তাঘাট ভেঙ্গে গেছে । প্রায় ১৫০ টি পান বরজের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বিভিন্ন ফসলের ক্ষতি সাধিত হয়েছে বলে বিভিন্ন এলাকা থেকে জানা গেছে।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে উপজেলায় বোরোধান, পান বরজ, বৈদ্যুতিক ব্যবস্থা, বাড়ি ঘরের বিভিন্ন ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়া গাছ সরিয়ে যাতায়াতের ব্যবস্থা করতে ইতোমধ্যে ফায়ার সার্ভিস সদস্যরা রাস্তার-ঘাটে পড়ে থাকা গাছ অপসারণের কাজ শুরু করেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top