বাগমারায় নিজের লিঙ্গ নিজেই কাটলো আ’লীগ নেতা!
রাজশাহীর বাগমারায় স্থানীয় আ’লীগ নেতা ও ওয়ার্ড কমিশনার দুলাহার হোসেন (দুলূ) নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলেছেন! তাকে অসুস্থ অবস্থায় প্রথমে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। লিঙ্গ কাটার এমন ঘটনায় এলাকায় চরম রহস্যের সৃষ্টি হয়েছে।
দুলুর স্ত্রীর ভাষ্য, তার স্বামী নিজে তার লিঙ্গ কেটেছে। তবে তিনি এর কারণ জানে না। এনিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দুলাহার হোসেন (দুলু) দুই সন্তনের বাবা। তার দুই স্ত্রী থাকলেও একটিকে তালাক দিয়ে প্রথম স্ত্রী নিয়ে ঘর সংসার করছেন তিনি।
বাগমারার থানা ডিউটি অফিসার এসআই সাইদুর রহমান বলেন, ওসি ট্রেনিংয়ের এক সেমিনারে রয়েছেন। তিনি এখনো এবিষয়ে কিছু জানেন না।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: