বাঘায় পুকুরে পড়লো পিচ বোঝাই ট্রলি
-2022-07-27-21-57-44.jpg)
বাঘায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়লো পিচ বোঝাই একটি ট্রলি । রাস্তা সংস্করণ কাজের জন্য ট্রলিতে করে মশিদপুর এলাকায় পিচ নিয়ে যাচ্ছিলেন চালক ইউসুফ মিঞা।
এ সময় চালক রক্ষা পেলেও তার ট্রলি ভেঙ্গে গেছে। বুধবার (২৭ জুলাই) দুপুরে বাঘা-মশিদপুর সড়কের খানের মোড়ে এই ঘটনা ঘটেছে।
ট্রলি চালক ইউসুফ মিঞা জানান, বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিচ বোঝাই ট্রলিটি পুকুরে পড়ে যায়। এ সময় লাফ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছি। তবে ট্রলির সামের অংশ ভেঙ্গে ক্ষতি হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় ট্রলিটি উদ্ধার করেছেন।
আরপি/ এমএএইচ-১৫
বিষয়: বোঝাই ট্রলি
আপনার মূল্যবান মতামত দিন: