‘চাঁদ-তারা’র সাদৃশ্য থাকায় মসজিদ মিশনের লোগো বাতিল

রাজশাহীর মসজিদ মিশন একাডেমী নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের লোগো পরিবর্তন করা হয়েছে। আগে স্কুল ও কলেজ পর্যায়ের এই শিক্ষাপ্রতিষ্ঠানটির লোগোর ভেতরে ‘চাঁদ-তারা’ চিহ্ন ছিল। একইরকম ‘চাঁদ-তারা’ পাকিস্তানের পতাকার ভেতরেও রয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির আগের লোগো বাদ দেয়া হয়। জেলা প্রশাসক আবদুল জলিল লোগোটি পরিবর্তন করিয়েছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। উপস্থিত ছিলেন মসজিদ মিশন একাডেমীর শিক্ষকরাও।
শিক্ষাপ্রতিষ্ঠানটি ‘বাংলাদেশ মসজিদ মিশন’ নামের একটি সংস্থার জেলা শাখা প্রতিষ্ঠা করেছিল ১৯৮২ সালে। মসজিদ মিশন সংস্থা জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে থাকা একটি সংস্থা। এতদিন মসজিদ মিশন সংস্থার মনোনীত ব্যক্তিরাই মসজিদ মিশন একাডেমী পরিচালনা করতেন। শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালে প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হতো বলেও অভিযোগ রয়েছে।
গত বছরের জুলাইয়ে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন। এরপর মসজিদ মিশনকে ঢেলে সাজানোর দাবিতে রাজশাহীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাঠে নামে। তারই প্রেক্ষিতে পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করেছে প্রতিষ্ঠানটিতে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, আমরা দেশে একমুখী শিক্ষাব্যবস্থা চাই। বহুমুখী শিক্ষাব্যবস্থা জাতিকে নানাভাবে বিভ্রান্ত করে। তবে এ রকম ধারণা যেন না আসে যে, ধর্ম সম্পর্কে আমাদের মনোভাব নেতিবাচক। মসজিদ মিশন একাডেমীর নতুন লোগোটি খুব সুন্দর হয়েছে। এ জন্য আমি জেলা প্রশাসককে অভিনন্দন জানাই।
সাংসদ বাদশা বলেন, রাজশাহী শহরের একেবারে প্রাণকেন্দ্রে মসজিদ মিশন একাডেমী। মধ্যশহরে মসজিদ মিশন রাজশাহী কলেজিয়েট স্কুলের কাছাকাছি পর্যায়ের একটা শিক্ষাপ্রতিষ্ঠান হতে পারে। আমরা সেইভাবেই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে চাই। পাশাপাশি প্রতিষ্ঠানটির এখনও ৬৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত নন। তারাও যেন এমপিওভুক্ত হতে পারেন আমরা সেই বিষয়টিও দেখব।
জেলা প্রশাসক আবদুল জলিল তার বক্তব্যে বলেন, স্বাধীনতার এত বছর পরও আমাদের দেশের একটা শিক্ষাপ্রতিষ্ঠানের লোগোতে পাকিস্তানের পতাকার মতো ‘চাঁদ-তারা’ লোগো থাকবে সেটা আসলে হতে পারে না। এ জন্য একমাস আগে লোগোটি পরিবর্তন করতে বলেছিলাম। সেটা হয়েছে। লোগোটি পরিবর্র্তনের ফলে আমরা আমাদের চিন্তা-চেতনায় আরও একধাপ এগিয়ে গেলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের রাজশাহীর উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, মসজিদ মিশন একাডেমীর অধ্যক্ষ নুরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরপি / এমবি-৬
বিষয়: রাজশাহীর মসজিদ মিশন একাডেমী ‘চাঁদ-তারা’র সাদৃশ্য লোগো বাতিল ‘চাঁদ-তারা’র সাদৃশ্য থাকায় মসজিদ মিশনের লোগো বাতিল
আপনার মূল্যবান মতামত দিন: