রাজশাহী বৃহঃস্পতিবার, ১০ই এপ্রিল ২০২৫, ২৮শে চৈত্র ১৪৩১


দেশের সেরা শিল্পীদের নিয়ে জি ফাইভ গ্লোবালের ‘আবার জমবে মেলা’


প্রকাশিত:
১৪ মে ২০২০ ০০:১৪

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ১১:৩৪

ছবি: সংগৃহীত

চলমান করোনা মাহামারিতে এক সুন্দর আগামির আশা জাগানিয়া গান নিয়ে হাজির হয়েছে জি ফাইভ গ্লোবাল। বাংলাদেশের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পীদের নিয়ে নতুন আঙ্গিকে - জি ফাইভ’র সকল প্ল্যাটফর্মে আজ বুধবার মুক্তি পেল জনপ্রিয় লোক সঙ্গীত ‘আবার জমবে মেলা’।

এ পদক্ষেপটির সহযোগী হিসেবে রয়েছে ডেটল ও নেসলে।এ বছরের জানুয়ারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় বৃহত্তম বৈশ্বিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভ।

তখনই ঘোষণা দেয়া হয়েছিল স্থানীয় অংশগ্রহণের মাধ্যমে দেশের বাজারে জি ফাইভের আরো প্রসারের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হবে। ‘সম্মিলিত শক্তি’র আবহেই সে পদক্ষেপ নেয়া হয়েছিল; গত কয়েক সপ্তাহের পরিস্থিতিতে একসাথে দৃপ্তপদে চলার বিষয়টি যেন আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে থমকে থাকা ‘বাংলাদেশ ট্যালেন্ট হান্ট’ ও ‘জি ফাইভ অরিজিনালস’র শ্যুটিং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই চালু করার পরিকল্পনা রয়েছে। করোনা মহামারির কারণে পহেলা বৈশাখ ও রমযান উপলক্ষ্যে যে যৌথ কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল তাও ব্যাহত হয়েছে।বাংলাদেশিদের আত্মবিশ্বাসের পালে নতুন হাওয়া লাগাতেই ‘আবার জমবে মেলা’ গানটি নতুন করে গাওয়া হয়েছে।

এশিয়াটিক ৩৬০ কনটেন্ট ইনিশিয়েটিভ - ‘গুড কোম্পানি’র সহযোগিতায় জি ফাইভ ইনিশিয়েটিভ - ‘বিশ্ব অবাক চেয়ে রবে’ উদ্যোগের আওতায় গানটি তৈরি করা হয়েছে।জি ইন্টারন্যাশনাল ও জি ফাইভ গ্লোবাল’র সিইও অমিত গোয়েনকা বলেন, “আমাদের জন্য বাংলাদেশের দর্শক-শ্রোতাদের গুরুত্ব অনেক। বাংলাদেশের মানুষ যে দৃঢ় মনোবল ও সহনশীলতার মাধ্যমে এই চ্যালেঞ্জিং সময় পার করছে সেই শক্তি ও দৃষ্টিভঙ্গিকে উদযাপন করতেই আমাদের এই আশা জাগানিয়া গান।

ইতিমধ্যে দেশটিতে আমাদের একটি অবস্থান তৈরি হয়েছে। সেই আস্থাকে আরো দৃঢ় করতে দেশটিতে শিগগিরই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার প্রত্যাশায় রয়েছি আমরা।”জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বিশ্বজুড়ে লকডাউনের এই কঠিন সময়ে আমরা বাংলাদেশি মানুষের মধ্যে একটু আাশার আলো ছড়িয়ে দিতে চেয়েছি।

বাংলাদেশি সংস্কৃতিতে গান সবসময়ই একটি বড় ভূমিকা রেখেছে এবং এই গানটির সাথে জড়িয়ে আছে বাঙালির ঐতিহাসিক তাৎপর্য। হারানো দিনের এই গানটির মাধ্যমেই বাংলাদেশি মানুষের মধ্যে আমরা এক আশার বার্তা পৌঁছে দিতে চাই, বিশেষ করে এই পবিত্র রমজানে - আজকের এ কঠিন সময় একদিন শেষ হবে; শিগগিরই আমরা এগিয়ে যাব এক উজ্জ্বল আগামীতে।

’গানটির জন্ম প্রয়াত শিল্পী লোকমান ফকিরের কথা ও সুরে। লোকসঙ্গীতটিতে রয়েছে অদম্য আত্মবিশ্বাস আর আশার বার্তা। এই গানটিই দেশের অন্যতম সেরা ও জনপ্রিয় গীতিকার ও গায়ক রায়েফ আল হাসান রাফা’র হাতে পেয়েছে নতুন মাত্রা।

রাফা বলেন, ‘আমার দেশ ও দেশের মানুষের কাছে অনেকখানি অর্থবহ একটি গান নিয়ে বাংলাদেশের সেরা শিল্পীদের সাথে কাজ করার সুযোগ আমার জন্য এক অনন্য সম্মান। বছরের পর বছর ধরে যে গানের আবেদন একটুও ম্লান হয়নি, এমন একটি গানের সাথে যুক্ত হওয়ার সুযোগ অনেক গর্বের।

’নতুন আঙ্গিকে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন জোহাদ রেজা চৌধুরী, এলিটা করিম, কারিশমা সানু সভ্যতা এবং দৃশ্যায়নে অংশ নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, রাফিয়াথ রশিদ মিথিলা, ইয়াশ রোহান ও নাজিফা তুশি।

বাড়িতে বানানো এই ভিডিও চিত্রটি পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।২০১৫ সালে ‘উড়ে যেতে চাই’ গান দিয়ে মন মাতানো গায়িকা এলিটা করিম বলেন, ‘এ এক অনন্য পদক্ষেপ। যে গান শুনতে শুনতে বড় হয়েছি এমন একটি প্রবাদপ্রতীম গান নতুন করে গাওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।

’পরিচালক কৃষ্ণেন্দু বলেন, ‘এমন সময়ে মানুষের মধ্যে আশা ও বিশ্বাস জাগানোটা খুবই গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাসা থেকে যারা এই গানটির সাথে জড়িয়ে আছেন তাদের সবাইকে আমি অভিবাদন জানাই।’

গানটি উপভোগ করুন: https://bit.ly/AbarJombeMela 

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top