রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম সোলার রোডেই জনদুর্ভোগ!


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ২২:৩৫

আপডেট:
২৫ আগস্ট ২০১৯ ০০:৩২

তিন বছর আগে ফ্রান্সের নরমান্ডি রোডে এক কিলোমিটার জুড়ে পরীক্ষামূলকভাবে সোলার প্যানেল বসানো হয়েছিলো।প্রত্যাশা ছিল, দিনে গড়ে ৭৯০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ৩ থেকে ৫ হাজার ঘরবাড়ি আলোকিত করার।বিশ্বের প্রথম স্থাপিত সেই সোলারটি থেকে অর্ধেক পরিমাণ বিদ্যুৎও উৎপাদন হচ্ছে না।তিন বছরের মধ্যেই ৭৫ শতাংশ প্যানেল খুলে গেছে । এমন  তথ্যই জানিয়েছে, ফ্রান্সের সংবাদ মাধ্যম লামোন্ড।

লামোন্ডে আরও জানিয়েছে, সোলারটি এমনভাবে  ভেঙে গেছে যে, আর চেনার উপায় নেই।এমনকি  সোলার রোডটির উপর দিয়ে ৭০ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালাতে হচ্ছে।গাড়ির  গতি বাড়িয়ে চালালেই বিকট শব্দে পথচারীদের ভোগান্তি হচ্ছে।সমস্যায় পড়ছেন  আশাপাশের বাসিন্দারাও।যদিও  বিশ্বের অন্যান্য সোলার রোডগুলোর এত করুন অবস্থা হয়নি।

প্রসঙ্গত,নেদারল্যান্ডে তৈরি সোলার বাইক লেন থেকে প্রত্যাশার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এদিকে মার্কিন কোম্পানি সোলার রোডওয়েস সোলার প্যানেল বসিয়ে এলইডি লাইট জ্বালানোর প্রকল্প পরিচালনা করছে।এছাড়াও, ধরে রাখা শক্তির মাধ্যমে বরফ গলানোরও কাজ করে সোলার প্যানেলগুলো।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top