রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

কম গতিতেও মোবাইল ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি


প্রকাশিত:
১ আগস্ট ২০২১ ২৩:৪৫

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৬:৩১

মোবাইল ইন্টারনেটের গতি এত কম- ১৩৭ দেশের মধ্যে ১৩৫ তম বাংলাদেশ। তবে দেশে মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়ে থাকলেও বেড়েছে গ্রাহক সংখ্যা। বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ১১ কোটি ৯০ হাজার। এক মাসের ব্যবধানে ২৫ লাখ ৯০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে।

ইন্টারনেট অ্যাকসেস ও পারফরমেন্স অ্যানালিসিস প্রতিষ্ঠান ওকলার সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ১৩৫তম। গতির দিক থেকে সুদান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া ও উগান্ডার মতো দেশও এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে।

এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সবশেষ জুন মাসের হিসাবে দেখা যায়, দেশে মে মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১০ কোটি ৭৫ লাখ। এর আগে এপ্রিলে ছিল ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার গ্রাহক। এক মাসের ব্যবধানে ২৫ লাখ ৯০ হাজার গ্রাহক পেয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো।

চলতি বছরে এক মাসের ব্যবধানে বিপুল পরিমাণ গ্রাহক বৃদ্ধি দেখা যায় মার্চ মাসে। মার্চে ৩১ লাখ ৩৭ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছিল। এর আগে ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধিতে ধস ছিল। বছরের শুরুতে জানুয়ারিতে এক মাসে ৮ লাখ ৩৮ হাজার ইন্টারনেট গ্রাহক এসে বেশ গতিতেই বছর শুরু হলেও ফেব্রুয়ারিতে মাত্র ২ হাজার গ্রাহক পায় মোবাইল অপারেটরগুলো।

মার্চে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার। বিটিআরসির হিসাবে, ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার। জানুয়ারিতে এটি ছিল ১০ কোটি ৩১ লাখ ৯১ হাজার।

দেশে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা বেড়ে ১ কোটি ৫ হাজারে পৌঁছেছে। ২০২১ সালের জুন মাসে এসে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা কোটির মাইলফলক স্পর্শ করে। তিন মাস পরপর আপডেট হওয়া এ হিসাবে চলতি বছরের মার্চে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ৯৮ লাখ ১০ হাজারে পৌঁছায়। ওই সময় ২ লাখ ৮৮ হাজার নতুন গ্রাহক ব্রডব্যান্ডে এসেছে। এর আগে ২০২০ সালের ডিসেম্বর এ গ্রাহক সংখ্যা ছিল ৯৫ লাখ ২২ হাজার। এর আগে সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৮৬ লাখ ৫৬ হাজার।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top