রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


সিনেমায় গান করবেন মমতা ব্যানার্জি


প্রকাশিত:
২৮ জুলাই ২০২২ ০২:১২

আপডেট:
৭ মে ২০২৪ ২৩:৩৮

ফাইল ছবি

মুখ্যমন্ত্রীর জুতা চুরি করবে এক কাগজ কুড়ানি। কিন্তু জুতাজোড়া সে বিক্রি করবে না। নিজের কাছে রেখে দেবে। তারপর থেকেই সে হয়ে উঠবে অসীম সাহসী। ধীরে ধীরে তার নাম উঠবে প্রভাবশালীদের তালিকায়। এমনই এক গল্পে ‘মুখ্যমন্ত্রীর জুতা চোর’ নামে ছবি বানাতে নেমেছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা ঋষিকেশ।

তবে ছবির নামকরণে আপত্তি দেখায় ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)। ছাড়পত্র না দিয়ে উল্টো সংগঠনটির সভাপতি পিয়া সেনগুপ্ত নির্মাতাকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এই ছবি করিস না। পেশাজীবনে ঝড় উঠবে।’

পিয়া সেনের পরামর্শ শুনে চার বছর ধরে সিনেমাটির কাজ বন্ধ রেখেছিলেন ঋষিকেশ। কিন্তু গত রোববার (২৪ জুলাই) ফের সিদ্ধান্ত নিয়েছেন, সিনেমাটি বানাবেনই। এর সংগীত পরিচালনার ভার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি।

চার বছর আগে থেমে যাওয়া কাজ কী কারণে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নের উত্তরে নির্মাতা জানান, তাকে অনুপ্রেরনা জুগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ সম্মাননা দিতে গিয়ে মমতা বলেছেন, ‘আমি নিজে কোনো পারিশ্রমিক নেই না। আমি যা করি নিজের টাকায়। আমি খেটে উপার্জন করি। আমি বই লেখি, গানে সুর দেই।’

মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য শুনেই ছবির কাজ শুরু করার অনুপ্রেরনা পেয়েছেন উল্লেখ করে ঋষিকেশ বলেন, ‘এই ছবির সংগীত পরিচালনার দ্বায়িত্ব আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে চাই। পরিবর্তে আমার ক্ষমতা অনুযায়ী সাম্মানী দেব। সেই সাম্মানী মুখ্যমন্ত্রীর কাজে লাগলে জীবন সার্থক।’

এরইমধ্যে সিনেমাটির পোস্টার তৈরি করেছেন নির্মাতা। তবে প্রশ্ন হচ্ছে, যদি মুক্তির অনুমতি না মেলে তখন কী করবেন তিনি? সেসবও ভেবে রেখেছেন ঋষিকেশ। জানিয়েছেন, ইম্পা ছাড়পত্র না দিলে বাংলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের (বিএফটিসিসি) কাছে যাবেন তিনি। সেখানে অনুমতি না মিললে সিনেমাটি হিন্দিতে নির্মাণ করে বলিউড থেকে ছাড়পত্র নেবেন।

সিনেমাটিতে ‘মমতা’ চরিত্রের জন্য ঋষিকেশের পছন্দ রূপা গঙ্গোপাধ্যায়কে। এ ব্যাপারে শিগগিরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তিনি। চিত্রনাট্য দেখানোর পাশাপাশি গান লেখা ও সুর করার অনুরোধ করবেন তার প্রতি।

 

আরপি/ এমএএইচ-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top