রাজশাহী শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


বিয়ের পিঁড়িতে

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন সালমান 


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ০৫:৪৬

আপডেট:
৩০ আগস্ট ২০২৫ ০৮:৩১

বিয়ের পিঁড়িতে বসছেন সালমান 

দেশের বাইরের প্রেমিকারা তো আছেনই। ঐশ্বরিয়া, সঙ্গীতা, ক্যাটরিনার মতো বলিউডেই প্রায় এক ডজন প্রেমিকা রয়েছে সালমান খানের। তাদের অনেকের সঙ্গেই তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত একটিও আর সত্য হয়নি। সময়ের স্রোতে ভেঙে গেছে সম্পর্কও। নতুন সম্পর্কে জড়িয়েছেন সালমান।

এরই মধ্যে এলো বোম ফাটানো এক খবর। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান। তবে পাত্রী কে জানেন? নায়ক সালমানের জীবনসঙ্গী হচ্ছেন অভিনেত্রী জারিন খান। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনি তথ্য জানিয়েছেন জারিন। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এক সাক্ষাৎকারে জারিন খানকে জিজ্ঞেস করা হয়েছিল সালমান খান, করণ সিং গ্রোভার ও গৌতম রোদের মধ্যে কাকে বিয়ে করতে চান?

এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, করণ ও গৌতম দুজনেই যেহেতু বিবাহিত, তাই তিনি সালমানের সঙ্গেই সম্পর্কে জড়াতে চান। তিনি বলেন, সালমানের সঙ্গে আমার বিয়ে হচ্ছে—এমন গুজব ছড়াতেও খুব ইচ্ছে করে।জারিন খানকে সর্বশেষ ‘আকসার টু’, ‘হেট স্টোরি থ্রি’ ও ‘১৯২১’ ছবিতে দেখা গিয়েছিল। এবার তেলেগু ছবিতে অভিষেক হতে চলেছে এ অভিনেত্রীর।

রাজশাহী পোস্ট / এম



আপনার মূল্যবান মতামত দিন:

Top