রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রণবীর

১২ বছর বয়সেই যৌন ‘বিশেষজ্ঞ’ রণবীর!


প্রকাশিত:
২২ আগস্ট ২০১৯ ০৫:৫১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৭:৫৯

ফাইল ছবি

‘আমার যখন ১২ বছর বয়স, তখনই আমি প্রথম কুমারত্ব হারাই।ওই বয়সেই অমি বিশেষজ্ঞ হয়ে গিয়েছিলাম। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রণবীর সিং এসব কথা জানান।ওই সময় সম্মেলনে তিনি বলেন, আমি সবকিছুই তাড়াতাড়ি শুরু করেছিলাম। নিজের বয়সের তুলনায় বেশিই পাকা ছিলাম।

সেই কারণে স্কুলের অন্য ছেলেদের মায়েরা বলতো, আমি নাকি বাকিদের নষ্ট করে দিচ্ছি। স্কুলে বাকি ছেলেরা আমাকে ঘিরে থাকত, আর আমি তাদের শিক্ষা দিতাম। ওরা তখনও এই বিষয়ে কিছুই জানত না বলে জানান বলিউড এই অভিনেতা ।

বরাবরই সব বিষয়ে খোলামেলা কথা বলতেই পছন্দ করেন বলিউড অভিনেতা রণবীর সিং। সবসময় নিজের মন মতো চলেন এই অভিনেতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি নাকি যৌনতার বিষয়ে ‘বিশেষজ্ঞ’। এবার প্রকাশ্যে এমনই দাবি করে বসলেন রণবীর সিং।

আরপি / এম

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top