রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

ঝুঁকিতে গুগল ক্রোম, সুরক্ষিত থাকার উপায় জানুন


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০১:০৪

ছবি: সংগৃহীত

গুগল ক্রোমের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রোমে বড় ধরনের নিরাপত্তা ক্রুটি খুঁজে পেয়েছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা। এই সুযোগকে কাজে লাগাতে চাইছে হ্যাকারা। সমাধান খুঁজতে আপডেট পাঠাতে শুরু করেছে গুগল। হ্যাকারদের হাত থেকে বাঁচতে অবিলম্বে এই আপডেট ইনস্টল করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ভার্সন 105.0.5195.102 আপডেটের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীদের ডিভাইসে সুরক্ষার গাফিলতির সমাধান করছে জনপ্রিয় এই ওয়েব ব্রাউজার। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে এই আপডেট ডাউনলোড করা যাচ্ছে।

choromeগুগলের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রোমিয়াম ইঞ্জিনে সমস্যার কারণেই সুরক্ষায় এই গাফিলতি ধরা পড়েছিল।

গুগল ক্রোম ছাড়াও মাইক্রোসফট এজের মতো জনপ্রিয় ওয়েব ব্রাউজার এই ইঞ্জিনের উপরে ভিত্তি করে চলে। যদিও ঠিক কী সমস্যা দেখা গিয়েছিল সেই বিষয়ে খোলসা করে কিছু জানায়নি মার্কিন টেক জায়েন্ট সংস্থাটি।

একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, যতক্ষণ না বেশিরভাগ গ্রাহক এই আপডেট ইনস্টল করছেন ততক্ষণ বাগ ডিটেলসের পেজ রেসট্রিকটেড থাকবে।

৩০ আগস্ট ক্রোম ব্রাউজারে জিরো ডে বাগ-এর খবর প্রথম প্রকাশ্যে এসেছিল। ২ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল শিগগিরই সব গ্রাহকের ডিভাইসে আপডেট পাঠিয়ে এই সমস্যার সমাধান করা হবে। অবশেষে সেই আপডেট পৌঁছাতে শুরু করেছে।

chromeগুগল ক্রোম ব্রাউজার আপডেট করবেন যেভাবে

কম্পিউটার থেকে Google Chrome ওপেন করুন
ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন
এবার Help অপশনে ক্লিক করলে About Google Chrome অপশন দেখতে পাবেন
এখানে Update Google Chrome অপশন সিলেক্ট করে নিন
এর পরে Relaunch অপশন সিলেক্ট করে আপডেট ইনস্টল করুন
ইনস্টল শেষ হলে কম্পিউটারে Google Chrome বন্ধ করে ফের একবার ওপেন করুন।

আরপি/ এসএডি-১০

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top