রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


আবারো ঢাকায় আসছেন মেসি: কখন?


প্রকাশিত:
৯ অক্টোবর ২০১৯ ০১:০৪

আপডেট:
৯ অক্টোবর ২০১৯ ০১:০৮

মেসি

নয় বছর পর আবার ঢাকার মাঠে খেলতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। নভেম্বরের ১৫ তারিখে ঢাকায় পা রাখার কথা রয়েছে তার দল আর্জেন্টিনার।

তার নেতৃত্বে আগামী ১৮ই নভেম্বর ঢাকায় প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল। খবর বিবিসির।

প্যারাগুয়ে ফুটবল টিমের অফিসিয়াল ফেসবুক পাতায় এই ম্যাচের ফিক্শচার প্রকাশ করা হয়েছে। 

ফিক্শচার

এ অনুযায়ী, ১৫ই নভেম্বর প্যারাগুয়ে ও ভেনিজুয়েলার মধ্যেও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঢাকার বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে সর্বশেষ ২০১১ সালের ৬ই সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি।

 

কী বলছে বাফুফে?


আজ বিকেলে এ বিষয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসবে বাফুফে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বুধবার জানানো হবে বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।

প্যারাগুয়ের ফিক্সার প্রকাশ নিয়ে মি. মুর্শেদী জানান, ‘ওরা একেবারে ভুল বলেনি। প্রাথমিক আলোচনা হয়েছে আমাদের। তবে শর্তগুলো পূরণ হলেই ম্যাচ মাঠে গড়াবে।’

 

আরপি/এসআর

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top