রাজশাহী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


বর্ষসেরা নারী ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের হ্যাপি


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২০ ১৬:২৮

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ২৩:৪৮

ছবি: সংগৃহিত

১১ সন্তানের জননী হাওয়া খাতুন ক্রিকেট খেলা বুঝতেন না। তবে তিনি মা হিসেবে ঠিকই জানতে সন্তানদের আগ্রহ কীসে। ছোট মেয়ে মুর্শিদা খাতুন হ্যাপি যে কিক্রেটে মন প্রাণ সপে দিয়েছেন। সেটি তিনি উপলব্দি করতে পেরেছিলেন। এ কারণেই তিনি গোপনে সুপারি, ডিম বিক্রি করে মেয়েকে বল কেনার টাকা দিতেন। এরপর ক্লস থ্রি থেকে পাড়ার মাঠে নিয়মিত খেলতেন তিনি। পর্যায়ক্রমে ২০১৮ সালে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান মুর্শিদা। ধাপে ধাপে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জল করেন তিনি। নিজের ঝুলিতে ভরেন একর পর এক ‘খেতাব’।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট পারফরমেন্সর ভিত্তিতে সেরা ২০ জন নারী ক্রিকেটারের তালিকা তৈরি করেছে ক্রিকইনফো। ওই তালিকায় আছেন বাংলাদেশের একমাত্র নারী ক্রিকেটার মুরশিদা আক্তার হ্যাপি।

নারী টি-২০ বিশ্বকাপে পার্থে ভারতের বিপক্ষে এই বাঁ হাতি নারী ব্যাটসম্যানের ব্যাটিং ক্রিকইনফোর বিচারে সেরা ২০-এ জায়গা পেয়েছেন। তার ২৬ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রানের ইনিংসে বাংলাদেশ ভারতের চ্যালেঞ্জ নিয়েছে। ভারতের ১৪২/৬ স্কোরের জবাবে বাংলাদেশ থেমেছে ১২৪/৮এ।

তামিমকে দেখে তাকে অনুকরন করে বাংলাদেশ নারী দলের একমাত্র বাঁ হাতি ওপেনারের আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২ বছর আগে। ২১ বছর বয়সী এই নারী ক্রিকেটার ইতোমধ্যে খেলেছেন ৫টি ওয়ানডে এবং ১‌০টি আন্তর্জাতিক টি-২০। ভারত নারী ওপেনার স্মৃতি মন্দনা তার আইডল। প্রিয় শট কাভার ড্রাইভ।

বাংলাদেশ নারী দলের সুদর্শনা পেস অল রাউন্ডার জাহানারা আলম মুরশিদা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন- 'সে বাঁ হাতি ব্যাটসম্যান বলে এডভানটেজ পেয়ে থাকে। আমি বিশ্বাস করি, সে বাংলাদেশকে অনেক বছর সার্ভিস দিবে।' 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top