রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


উইকেটের পেছনে ধোনির ‘সেঞ্চুরি’


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২০ ১৭:৪৫

আপডেট:
৫ অক্টোবর ২০২০ ১৭:৪৭

মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত

কিংবদন্তি তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি চলতি আইপিএল আসরে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অনন্য রেকর্ড গড়েছিলেন। আইপিএলে অধিনায়ক হিসেবে ১০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন ধোনি। এবার আরও একটি নতুন মাইলফলক গড়লেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

এবারের অর্জনটা অবশ্য উইকেটরক্ষক হিসেবে। উইকেটের পেছনে দাঁড়িয়ে নতুন রেকর্ডের খাতায় নাম লেখালেন ধোনি। উইকেটরক্ষক হিসেবে ১০০ ক্যাচ ধরার অনন্য কীর্তি গড়লেন চেন্নাই অধিনায়ক ধোনি।



লোকেশ রাহুলের ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই ধোনি ইতিহাসে জায়গা করে নেন। উইকেটকিপার হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে এটি ধোনির ১০০তম ক্যাচ। এর আগে মুম্বাই ম্যাচেই সার্বিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১০০ ক্যাচ (উইকেটকিপার ও সাধারণ ফিল্ডার হিসেবে) ধরার রেকর্ড গড়েছিলেন ধোনি।

দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আইপিএলে এই কৃতিত্ব অর্জন করেন ধোনি। এর আগে দীনেশ কার্তিক এই নজির গড়েছেন আইপিএলে। তবে সংখ্যার বিচারে এগিয়ে আছেন ধোনি।

উইকেটরক্ষক হিসেবে কার্তিক ক্যাচ নিয়েছেন ১০৩টি। স্টাম্পিং করেছেন ৩০টি। ধোনি ১০০টি ক্যাচ নেওয়া ছাড়াও স্ট্যাম্প করেছেন ৩৯টি।

তবে আইপিএলে সবমিলিয়ে ধোনির ক্যাচ সংখ্যা ১০৪টি। উইকেটের পেছনে গ্লাভস ছাড়াও চারটি ক্যাচ নিয়েছেন তিনি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top