রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


দেশে ফিরলেন তামিম


প্রকাশিত:
২ আগস্ট ২০২০ ০১:৫২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৪:২৬

তামিম ইকবাল। ফাইল ছবি

ঈদের দিন সকালে তারকা ক্রিকেটার তামিম ইকবাল দেশে ফিরেছেন। পেটের ব্যথার চিকিৎসা শেষে লন্ডন থেকে শনিবার সকালে রাজধানীতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ওয়ানডে অধিনায়ক।

শনিবার সকাল ৮ টা ৫৫ মিনিটে অ্যামিরেটসের ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তামিম। প্রায় মাসখানেক ধরে পেটের ব্যথায় ভোগার পর গত ২৫ জুলাই (শনিবার) সকালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন দেশের এক নম্বর ওপেনার।

তার এক ঘনিষ্ঠ সুত্র নিশ্চিত করেছে, লন্ডনে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন তামিম। পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট হাতে পেতে আরও ৫-৬ দিন সময় লাগবে। তাই তামিম ঐ সময় আর লন্ডনে না থেকে দেশে ফিরে এসেছেন।

জানা গেছে, চিকিৎসকের মতামত নিয়েই তামিম দেশে ফিরেছেন। এখন রিপোর্ট পাওয়ার পর চিকিৎসক জানাবেন আসলে কী হয়েছে? সেই অনুযায়ী চিকিৎসা চলবে। যদি তার আবার লন্ডন যাওয়ার দরকার পড়ে তাহলে যাবেন। না হয় দেশে থেকেই লন্ডনের চিকিৎসকের প্রেসক্রিপশন মেনে চিকিৎসা চালাবেন।

 

আরপি/আআ-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top