রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


আইপিএল নিয়ে আর ভাবছেন না সাকিব!


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৩ ১৯:৫৭

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২১:৩৭

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে না আসার সিদ্ধান্ত এক সপ্তাহ আগেই নিয়েছিলেন সাকিব আল হাসান। কলকাতাও তার পরিবর্তে অন্য ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। আইপিএলে খেলার সুযোগ ছাড়ার পর এই প্রতিযোগিতা নিয়েই আর ভাবছেন না সাকিব।

বাংলার ক্রিকেটের এই পোস্টার বয় বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন। যেখানে নিজ দল মোহামেডানের ভবিষ্যৎ নিয়েই বেশি চিন্তিত তিনি। কলকাতা বা আইপিএল নিয়ে তার কোনও মাথাব্যথা নেই!

গতকাল (মঙ্গলবার) ঢাকার বনানীতে একটি কফি শপের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাকিব জানান, ‘আমি খুব একটা আইপিএল দেখছি না। এখন আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত। তাই আইপিএল নিয়ে ভাবছি না।’

সাকিব যে আইপিএল নিয়ে ভাবছেন না, সেটা আগেই তার কথাতে স্পষ্ট ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতার পর সাকিব আইপিএল সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর দেননি। শুধু বলেছিলেন, ‘সবচেয়ে বড় বদল এসেছে মানসিকতায়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে বলেছিলাম নিজেদের আমরা ছোট দেশ হিসেবে দেখি। তবে অতটাও ছোট আমরা নই। যদি নিজেদের উপর বিশ্বাস রাখতাম তা হলে সেমিফাইনালে যেতে পারতাম। সেই দিকে আমাদের কমতি থেকে গিয়েছিল। তখনই ভেবেছিলাম মানসিকতার বদল করতে হবে। বিশেষত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যারা ছিল তাদের মানসিক বদল অনেকটাই হয়েছে।’

আর এই বিষয়টি কাজে লাগিয়েই আগামী দিনে সফল হতে চাইছেন সাকিব। বলেছেন, ‘গুরুত্বপূর্ণ একটি বছরে রয়েছি আমরা। এশিয়া কাপ ও বিশ্বকাপ রয়েছে। পরের ছয়টা মাস আমাদের ভাল খেলতে হবে। গত চার মাসে আমাদের ফলাফলও বেশ ভাল।’

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top