রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


কাবাডিতে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ


প্রকাশিত:
২১ মার্চ ২০২৩ ২০:৪২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:৫২

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ।

পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচের শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিল স্বাগতিকরা। খেলার এক পর্যায়ে ৭-৬ পয়েন্টে লীড ছিল চাইনিজ তাইপের। তবে দৃশ্যপট পাল্টে ম্যাচের লাগাম টেনে ধরেন তুহিন-রাসেলরা।

বাকিসময় প্রতিপক্ষকে লিড বড় করতে দেয়নি বাংলাদেশের খেলোয়াড়রা। ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে স্বাগতিকরা।

এরপর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ শুরুতেই লোনা আদায় করে। ম্যাচের আট মিনিট বাকি থাকতে বাংলাদেশ আরেকটি লোনা আদায় করে। দ্বিতীয় লোনার সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৭-২১। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। ৪২-২৮ পয়েন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস রচনা করে বাংলাদেশ।

এদিকে গতকাল (সোমবার) বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দারুণ সেই জয়ে স্বাগতিকরা কাবাডি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে।

এর আগে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছিল, বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টটি এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। তারা আরও জানিয়েছিল, এখান থেকে সেরা দুই দল পাবে ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার সুযোগ। আর এতেই কপাল খুলে যায় বাংলাদেশের। নিশ্চিত হয় বিশ্বকাপে অংশ নেওয়ার।

 

 

আরপি/এসআর-০৫


বিষয়: কাবাডি


আপনার মূল্যবান মতামত দিন:

Top