রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে হজের নিবন্ধন


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৯

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২১:০৪

ছবি: সংগৃহীত

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন আগামী বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে তাদের নিবন্ধন শুরু হবে। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (৫ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এর আগে গত ১ ফেব্রুয়ারি সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। এর একদিন পর বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজও ঘোষণা করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে জনপ্রতি খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

গত ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

গত দুই বছর করোনা মহামারির কারণে সীমিত পরিসরে হজ পালিত হয়। এবার কোনো বিধিনিষেধ না থাকায় স্বাভাবিক কোটায় হজ পালিত হবে। যেতে পারবেন ৬৫ বছরের বেশি বয়সীরাও। আগামী ২৮ জুন চাঁদ দেখাসাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top