রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


কাবা শরিফ-মদিনায় জুমআ পড়বেন শায়খ সালেহ ও হামেদ


প্রকাশিত:
৪ জুন ২০২১ ১৮:৩৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:৩৮

ছবি: সংগৃহীত


দুই পবিত্র মসজিদ কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে আজও অনুষ্ঠিত হবে শাওয়াল মাসের চতুর্থ জুমআ। খুতবাহ শোনা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে করোনাভাইসের দিকনিদের্শনা মেনে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থায় জুমআর নামাজ পড়বেন মুসল্লিরা।

আজ ০৪ জুন ২০২১ মোতাবেক ২৩ শাওয়াল (সৌদিতে) কাবা শরিফ ও মদিনায় খুতবাহ ও জুমআর নামাজ পড়ানোর জন্য হারামাইন কর্তৃপক্ষ দুইজন প্রসিদ্ধ ইমাম নির্বাচিত করেছেন। জুমআর খুতবাহ ও নামাজের জন্য আজকের নির্বাচিত ২ ইমাম হলেন-


> কাবা শরিফ

প্রখ্যাত ইসলামিক স্কলার প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

> মসজিদে নববি

প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. আহমাদ তালেব হামেদ।


মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:

Top