রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


রাসিক নির্বাচন

ইসি স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিবে-আশা হাতপাখার প্রার্থীর


প্রকাশিত:
২৪ মে ২০২৩ ০৫:২৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৪:৩৭

ছবি: রাজশাহী পোস্ট

সরকারের কোনো রকম হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাসিক নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে মেয়র পদে মনোনয়ন জমা প্রদান শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

এর আগে, রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন মুরশিদ।

পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মুরশিদ আলম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি দুঃশাসন ও লুটপাট মুক্ত আদর্শ মডেল সিটি করপোরেশনে রুপান্তরের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নির্দেশে আজকে মনোনয়নপত্র দাখিল করেছি।

রাসিক নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশন ব্যার্থতার পরিচয় দেয় তবে আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে। এই নির্বাচনই বলে দিবে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফাইশাল হোসেন মনি, রাজশাহী মহানগর সভাপতি তারিফ উদ্দিন, মহানগরের সাংগঠনিক সম্পাদক রাব্বিন জামান ও সাবেক মেয়র প্রার্থী শফিকুল ইসলাম।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top