রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


পাবনায় মহান মে দিবস পালিত


প্রকাশিত:
২ মে ২০২১ ০৪:৪২

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৪:৩৭

ছবি প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বেলা ১০ টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।

জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ সাহার পরিচালনায় আরও বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সি, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব, কার্যকরী সদস্য আলতাব হোসেন, আবুল হোসেন, পৌর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মানিক খান; নূরুন্নবী, জাতীয় মহিলা শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক তুরানী বেগম, যুগ্ম আহ্বায়ক চন্দনা আক্তার চাদু, পৌর মহিলা শ্রমিক লীগের সভানেত্রী শায়লা আক্তার প্রমূখ।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে র‌্যালী ও পথসভা করেছে পাবনা মোটর শ্রমিক ইউনিয়ন। বেলা ১২টায় মোটর শ্রমিক নেতা শেখ রনির নেতৃত্বে একটি র‌্যালী পাবনা কবি বন্দে আলী মিয়া বাস টার্মিনাল থেকে বের হয়ে পাবনা-ঢাকা সড়ক পদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, মোটর শ্রমিক নেতা শেখ রনি, হান্নান মুন্সি, আ. মোমিন প্রমূখ।

এসময় মোটর শ্রমিক নেতা রিপন হোসেন, শামীম আহম্মেদ, মিলন হোসেন, আ. ওয়াদুদ, আবুল কালাম, ফেরদৌস আলী, উৎপল কুমার সরকার, শাহিন আলম, মেহেদি হাসান পুটিং, রাশেদুল ইসলাম, বাবু, পিয়াসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পথসভায় জেলা মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শেখ রনি রোববার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী ৩দফার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top