রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


বিজয়ের মাসে শহীদ মিনারে সম্মেলনে জুতা পায়ে এমপি রত্না


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২০ ২১:৫৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০২:২১

ছবি: সংগৃহীত

বিজয়ের মাসে নাটোরে শহীদ মিনারে মঞ্চ বানিয়ে সম্মেলন করেছে, সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিঘাপতিয়া গণভবন সংলগ্ন শহীদ মিনারে বিশাল মঞ্চ বানিয়ে শহীদ মিনারের স্তম্ভ ঢেকে অনুষ্ঠান করা হয়। আর এই সম্মেলনের মঞ্চে জুতা পরেই উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদসহ জেলা আওয়ামী লীগের নেতারা। এছাড়া সেখানে কাউকে করোনার স্বাস্থ্যবিধিও মানতে দেখা যায়নি।

বিজয়ের মাসে শহীদ মিনারের এমন অবমাননায় উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস সম্মেলন অনুষ্ঠানে থাকার কথা স্বীকার করে বলেন, শহীদ মিনারে অনুষ্ঠান হওয়ার বিষয়টি তিনি তেমনভাবে খেয়াল করেননি। এটা তার বড় একটা ভুল। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি রত্না আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করে এক মহিলা বলেন, ‘তিনি ব্যস্ত আছেন। একটু পরে কল দিন।’

এরপর কয়েকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বক্তব্য নিতে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি খাতুনকে ফোন দিলে তিনিও রিসিভ করেননি।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে দেখব।’

 

আরপি / এমআই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top