রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বাস-পিকআপের মুখোমুখি সংর্ঘষে চালকের মৃত্যু


প্রকাশিত:
১১ মার্চ ২০২৩ ০৫:০৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৮:৫৩

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে বাস ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংর্ঘষে পিকআপ চালক নিহত হয়েছে। এসময় পিকআপের হেলপার ও বাসের চালক আহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) সকালে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চালকের নাম আলমগীর হোসেন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার জহুরুল হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে মাছবাহী একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বড়াইগ্রাম থানার মোড় এলাকায় পিকআপটি পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের পিকআপের চালকের মৃত্যু হয়। এসময় পিকআপের হেলপার ও বাস চালক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top