রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ৩৬ নারী পেলো সেলাই মেশিন


প্রকাশিত:
২২ মে ২০২২ ০৮:২৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৬:৩৮

ছবি: সেলাই মেশিন বিতরণ

আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন নাটোরের গুরুদাসপুরের কালাকান্দর এলাকার উপকারভোগী ৩৬ পরিবার পেল ১টি করে সেলাই মেশিন।

শনিবার উপজেলা ভূমি কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওই সেলাই মেশিন উপকারভোগীদের হাতে তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়াসহ আরো অনেকে।

ইউএনও তমাল জানান, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের সেলাই মেশিন সহ বিভিন্ন রকম সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ২৯৪ উপকারভোগী পরিবারকে এই সেলাই মেশিন সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে।

দুই শতক জমির ওপর প্রধানমন্ত্রীর ঘর পাওয়া প্রতিবন্ধী আব্দুল জব্বারের স্ত্রী খাদিজা বেগম ও শহীদুল সরদারের স্ত্রী উজালা বলেন, তাদের স্বামী ঠিক মতো কাজকর্ম করতে পারেন না। দর্জির কাজ শিখেছেন। সেলাই মেশিন দিয়ে তারা তাদের আয় বাড়াবেন। স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন তারা।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top