রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


লালপুরে বিদ্রোহীদের কাছে ধরাশায়ী নৌকা


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২১ ০৭:২৪

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৫:৩০

ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের কাছে নৌকা প্রতীকের প্রার্থীরা ধরাশায়ী হয়েছে। উপজেলার ১০টি ইউপির মধ্যে ৩ টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ৫ টিতে বিদ্রোহী ও ২ টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপে লালপুর উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, লালপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দীক পলাশ, চংধুপইল ইউনিয়নে রেজাউল করিম, দুয়ারিয়া ইউনিয়নে নুরুল ইসলাম লাভলু।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন আড়বাব ইউনিয়নে- মকলেসুর রহমান (ঘোড়া), ওয়ালিয়া ইউনিয়নে নূরে আলম সিদ্দিক (ঘোড়া), দুড়দুড়িয়া ইউনিয়নে তোফাজ্জেল হোসেন (আনারস), এবি ইউনিয়নে গোলাম মোস্তফা আসলাম (আনারস), কদিমচিলান ইউনিয়নে আনছারুল ইসলাম (ঘোড়া)।

এছাড়া ঈশ্বরদী ইউনিয়নে বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ রঞ্জু (ঘোড়া) ও বিলমাড়িয়া ইউনিয়নে সিদ্দিকুর রহমান মিষ্টু (ঘোড়া) প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top