রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


লালপুরে রগ কেটে প্রাণ নিলো প্রতিপক্ষরা


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২১ ০৯:০৪

আপডেট:
৩০ অক্টোবর ২০২১ ০৯:০৫

ছবি: রগ কেটে প্রাণ নিলো প্রতিপক্ষরা

নাটোরের লালপুরে সরকারি দিঘি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মো: মকলেস (৪০) নামে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় পুলিশ ও র‌্যাবের অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকলেস একই গ্রামের ছইমুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরপাড়া গ্রামে সরকারি ১৮ বিঘার একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবত ওই গ্রামের বাদশা ও সাহাবুল নামে দুই গ্রুপের ধারাবাহিকভাবে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে। শুক্রবার সকালে মকলেস তার নিজ বাড়িতে অবস্থান করছিলো। এসময় প্রতিপক্ষরা বাড়িতে এসে মকলেসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রেখে চলে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় এবং আহত সাকাত (৪০) নামে আরো একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মকলেস সাহাবুল গ্রুপের লোক বলে জানা যায়।

এছাড়া বাদশা গ্রুপের হযরত আলীর বাড়ীতে আজ সকালে আগুন লাগিয়ে দিয়েছে নিহত গ্রুপের লোকজন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফজলুর রহমান বলেন, সরকারি খাস দিঘিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আজ সকালে এই ঘটনা ঘটে, এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top