রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


নাটোরে জমি নিয়ে সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু


প্রকাশিত:
৮ মে ২০২১ ০৫:২৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১২:২৩

প্রতিকী ছবি

নাটোরের লালপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ ভ্যানচালকের মৃত্যূ হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে । ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার আটটিকা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই আনসার আলী ও জানালী মিয়ার মধ্যে সংঘর্ষ হয় । এতে উভয়পক্ষের মহিলা সহ ৭ জন আহত হয়।

আহতদের মধ্যে ভ্যান চালক জানালীকে মারাত্মক জখম অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক ভাবে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় । এছাড়াও গর্ভবতী মহিলাসহ ২জন হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করে । আটককৃতরা হলেন মৃত মফিজ উদ্দিন মিয়ার ছেলে আনসার আলী (৫২), আনসার আলীর ছেলে মতিউর রহমান (৩০), মামুন (১৮), আশিক (১৫) ও আবু রায়হান (৩২)।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জনকে আটক করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top