রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


শ্রমজীবী মানুষের পাশে খাবার হাতে স্বপ্ন কল্যাণ সংস্থা


প্রকাশিত:
৫ মে ২০২১ ২০:১৩

আপডেট:
৫ মে ২০২১ ২০:১৪

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুরে পবিত্র মাহে রমজান ও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শ্রমজীবী মানুষের মাঝে সপ্তাহব্যাপী একবেলা খাবার (ইফতার) বিতরণের কার্যক্রম শুরু করেছে ‘স্বপ্ন কল্যাণ সংস্থা’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালপুর বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হান।

এসময় অন্যানে্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক সজিবুল ইসলাম, সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আলফী, অর্থ সম্পাদক রাব্বি আহমেদ, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত, সহ-সম্পাদক রিয়াদ হাসান, সাগর, মুন সাজিদ প্রমূখ।

এসময় সংগঠনটির সভাপতি মেহেদী হাসান বলেন, ২১ রমজান থেকে আমাদের ইফতার বিতরণ কর্মসূচি শুরু হলো। ২৭ রমজান পর্যন্ত এ কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। আমরা এলাকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে একবেলা খাবার তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান ও করোনা পরিস্থিতে আমরা স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের সাধ্য মত এগিয়ে এসেছি। সমাজের বিত্তবানদেরও এসব অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানাই। 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top