রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


পুলিশের ধাওয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ড


প্রকাশিত:
৩০ মার্চ ২০২১ ২৩:১৮

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৫:৪২

ছবি: সংগৃহীত

নাটোরে পুলিশি ধাওয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়। মঙ্গলবার সকালে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করে বিএনপি নেতাকর্মীর।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রাখে এবং সমাবেশ করতে বাধা দেয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করার চেষ্টা করে। ওই মহুর্তে পুলিশ বিএনপি নেতা ফয়সাল আলম আবুল ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করলে নেতা কর্মীরা তাদের ছাড়িয়ে নেয়।



এসময় পুলিশ বিএনপি নেতা কর্মীদের ওপর চড়াও হয়ে ধাওয়া করলে বিএনপি নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ফলে বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে আইন- শৃংখলা বাহীনির সদস্যদের সংঘর্ষে নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ সামবেশের আয়োজন করে জেলা বিএনপি।

 

 

আরপি/ আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top