রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ঝাঁটা হাতে মাদকসেবীদের গ্রামবাসীর ধাওয়া!


প্রকাশিত:
২২ অক্টোবর ২০১৯ ০৭:০৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৩:২০

ছবি:ঝাঁটা হাতে প্রতিবাদমূখী গ্রামবাসী

নাটোরের বাগাতিপাড়ায় পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আখড়ায় পরিণত হওয়ায় গ্রামবাসী জোট বেঁধে ঝাঁটা হাতে মাদকসেবীদের ধাওয়া করেছে। উপজেলার জামনগর ইউনিয়নের কৈচরপাড়া গ্রামে এমন ঘটনার পর সোমবার ওই গ্রামে সমাবেশ করেছে পুলিশ।

এলাকাবাসীর ভাষ্য,কৈচরপাড়া গ্রাম সংলগ্ন পরিত্যক্ত মুন্সিপাড়া কারিগরি কলেজ ভবনে প্রায়ই কিছু মাদকসেবী ও বিক্রেতার আগমন ঘটে। এলাকার যুব সমাজ এতে জড়িয়ে পড়ার সম্ভাবনায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েন। এক পর্যায়ে গত শনিবার সন্ধ্যায় এলাকার কয়েকজন ওই স্থানে মাদক সেবন ও বিক্রি করতে মাদকসেবীদের নিষেধ করেন। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া করে। বিষয়টি জানাজানি হলে এলাকার নারী-পুরুষ সবাই প্রতিবাদমূখী হয়ে উঠে। মাদক প্রতিরোধে গ্রামের নারী পুরুষ ঝাঁটা ও লাঠি নিয়ে মাদকাসক্তদের পাল্টা ধাওয়া করেন।মাদকসেবীরা তাড়া খেয়ে পালিয়ে যায়।

তবে ঘটনাটি জানতে পেরে সোমবার কৈচরপাড়া গ্রামে মাদক প্রতিরোধে সমাবেশের আয়োজন করে থানা পুলিশ। সমাবেশে এলাকার নারী-পুরুষরা অংশ নেন। গ্রামবাসী সমাবেশে পুলিশ প্রশাসনকে পুরো বিষয় অবহিত করেন।

এসআই শহিদুল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ায় এলাকাবাসীদের ধন্যবাদ জানান এবং মাদকের কুফল সম্পর্কে আলোকপাত করেন। এছাড়াও তিনি এলাকা মাদকমুক্ত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, প্রভাষক মোজ্জাফর হোসেন, আশার আলো এনজওি’র পরিচালক জামরুল ইসলাম, মুক্তার আলী ও জবেদা বেওয়া প্রমুখ।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top