রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


পদ্মা ও মেঘনা নদীর নামেই নতুন দুই বিভাগ


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২২ ০৩:২১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২০:০৬

ফাইল ছবি

শেষ পর্যন্ত দেশের প্রধান দুই নদী পদ্মা ও মেঘনার নামে দুটি বিভাগ করতে যাচ্ছে সরকার। এর মধ্যে ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ করা হবে।

ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ নাম দুটি চূড়ান্ত করেছে। আগামী রোববার নতুন বিভাগ দুটির নাম আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এই দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন পেলে দেশে মোট প্রশাসনিক বিভাগের সংখ্যা হবে ১০টি।

নতুন বিভাগ দুটি গঠিত হলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলা সংখ্যা কমে যাবে। ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী বাদ হয়ে পদ্মা বিভাগে যাবে। আর চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে গঠন হবে মেঘনা বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২৭ নভেম্বর সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার আলোচ্যসূচিতে নতুন বিভাগ গঠনের বিষয়টি অগ্রাধিকারে রাখা হয়েছে বলে জানা গেছে।

দেশে এখন আটটি বিভাগ রয়েছে। সেগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top