রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সাকিবের বাড়িতে অভিযান,১০ লক্ষ টাকা জরিমানা


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৯ ০৮:৫৪

আপডেট:
১৯ নভেম্বর ২০১৯ ০৮:৫৫

ঢালিউডের পর্দা কাঁপানো নায়ক সাকিব খানের বাড়িতে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে রাজউক

নকশা না মেনে অবৈধভাবে বাড়ির বর্ধিত অংশ নির্মাণ করেছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান।এ অভিযোগে আজ সোমবার (১৮ নভেম্বর) শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।

অভিযানকালে ওই বাড়িতে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে তার ভগ্নিপতি, বাড়িটির কেয়ারটেকার ও ম্যানেজার উপস্থিত ছিলেন।

জানা গেছে, জরিমানা করার পর ওই ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার মোহাম্মদ ওয়াহেদ ও ভবনটির কেয়ারটেকার তারেক আহমেদকে নিয়ে গেছেন রাজউকের কর্মকর্তারা।

এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন ভবনটিতে বর্তমানে দায়িত্বে থাকা শাকিবের অন্য সাইটের ম্যানেজার সম্রাট হোসেন।

এছাড়া ভবনটিতে গত দুই মাস ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করা কামাল আহমেদ জানিয়েছেন, ‘ দুপুরে রাজউক থেকে কয়েকজন কর্মকর্তা আসেন। তারা ভবনে মালিক শাকিব খানকে খোঁজ করেন। এ সময় শাকিব খানের ভগ্নিপতি, কেয়ারটেকার তারেক আহমেদ ও ম্যানেজার মোহাম্মদ ওয়াহেদ তাদের সঙ্গে দেখা করেন। ভবনের কিছু অংশ নকশাবহির্ভূত এমন অভিযোগ করে কাগজপত্র দেখতে চান রাজউকের কর্মকর্তারা। শাকিব খানের পক্ষ থেকে সেসব কাগজ দেখালে সেখানে নাকি ভুল ধরা পড়ে

। তাই শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার টাকা দিতে না পারায় কেয়ারটেকার তারেক আহমেদ ও ম্যানেজার মোহাম্মদ ওয়াহেদকে সঙ্গে নিয়ে যান রাজউক কর্মকর্তারা। জরিমানার টাকা পরিশোধ করে তাদের ছাড়িয়া আনতে হবে বলে জানান রাজউকের কর্মকর্তারা।

এছাড়াও ভবনটির যে অংশ নকশাবহির্ভূত, সেই অংশ আগামী ১৫ দিনের নিজ উদ্যোগে অপসারণ করে নিতে হবে বলেও জানিয়ে দেন তারা।

উল্লেখ্য, আজ গুলশান নিকেতনে সকাল ১০টা থেকে রাজউকের উচ্ছেদ অভিযান চলছে।

অভিযানের অংশ হিসেবে নিকেতন এলাকাব্লক ই এর রোড ৬ এর হোল্ডিং ১ নম্বরে নায়ক শাকিব খানের নির্মাণাধীন ১০ তলা ভবনে অভিযান চালানো হয়।

এসময় নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৪ এর অথরাইজ অফিসার মোহাম্মাদ হোসেন, সহকারী অথরাইজ অফিসার পারভেজ আহমাদসহ রাজউকের কর্মকর্তারা।

সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবনটির সাইনবোর্ডে লেখা আছে, ‘ক্রয় সূত্রে জমির মালিক শাকিব খান রানা।’

দুপুরে শাকিব খানকে জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন।

তিনি বলেন, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খানের বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙা ভাঙা ইংরেজি বলে বেশ তুমুল সমালোচিত হয়েছেন শাকিব খান।

সেই রেশ কাটতে না কাটতেই এমন খবর এলো।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top