রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


শ্রম আইনের মামলায় ড. ইউনূসের জামিন


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ২২:২৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০০:০৭

ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেয়েছেন। এই মামলায় আরও তিনজন জামিন পেয়েছেন। তারা হলেন, গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

মঙ্গলবার দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ড. ইউনূস। পরে শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। এরপর গত ১২ সেপ্টেম্বর ড. ইউনূসকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

মামলার অভিযোগে জানা যায়, ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গিয়ে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। ড. ইউনূস ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগে শ্রম আইনের ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় মামলাটি করা হয়।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top