রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


অবশেষে পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার, গ্রেপ্তার ৫


প্রকাশিত:
২০ জুলাই ২০২১ ০৩:৫৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৫:০২

অবশেষে উদ্ধার হয়েছে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল। প্রায় ৫০ দিন পর অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে এ মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ ও মো. জীবন।

এ গ্রেপ্তারের বিষয়ে সোমবার (১৯ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রমনা অঞ্চলের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, রবিবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রমনা বিভাগের ধানমন্ডি থানা পুলিশ পরিকল্পনা মন্ত্রীর মোবাইলসহ ৫ জনকে আটক করে।

গত ১ জুন রাজধানীর বিজয় স্মরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হয়। পরের দিন পরিকল্পনামন্ত্রী বলেন, আমার ফোনটি চুরি হয়েছে। গাড়িতে বসে কথা বলছিলাম, ছিনতাইকারী ফোনটি নিয়ে গেছে। গানম্যান চেষ্টা করেও ধরতে পারেনি।

এরপর থেকে ফোনটি উদ্ধারে একের পর এক অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় ছিনতাইকারী চক্রের সদস্যদের। ছিনতাইকারী সন্দেহে বিভিন্ন পর্যায়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে কাজের কাজ ফোনটিই পাওয়া যাচ্ছিল না।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top