রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


মান্দায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২১ ০৩:১৪

আপডেট:
১৪ জানুয়ারী ২০২১ ০৩:৫৩

প্রতিকী ছবি

নওগাঁর মান্দায় স্বামীর নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের রায়পুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম বেবী রানী হাজরা (৩২)। তিনি ওই গ্রামের অলক কুমার হাজরার স্ত্রী ও এক সন্তানের জননী।

স্থানীয়রা জানান, প্রায় ১৬ বছর আগে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ক্ষিতিশ চন্দ্র মন্ডলের মেয়ে বেবী রানীর সঙ্গে রায়পুর গ্রামের অলক হাজরার বিয়ে হয়। এ দম্পতির ঘরে আপন হাজরা নামে ১৪ বছরের একছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত বলে জানান তারা।

নিহতের ভগ্নিপতি কালিদাস অধিকারী জানান, বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে শালিকা বেবী রানীকে তার স্বামী প্রায়ই নির্যাতন করে আসছিল। অনেক সময় নির্যাতন সইতে না পেরে আমার বাড়িতে আশ্রয় নিত বেবী। বারবারই তাকে বুঝিয়ে শুনিয়ে স্বামী বাড়ি পাঠিয়ে দেওয়া হত।

তিনি অভিযোগ করে বলেন, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে বেবীকে আবারও মারধর করেন ভায়রা অলক হাজরা। স্ত্রীকে নির্যাতনের পর তিনি বাড়ি থেকে চলে যান। এসব নির্যাতন সইতে না পেরে শালিকা বেবী রানী আত্মহত্যা করে থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে বেবী রানীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 


আরপি / এমবি-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top