রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় নারী নির্যাতন ও সহিংসতা বিরোধ বিট পুলিশিং সমাবেশ


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২০ ০৩:০৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:৩৬

বিট পুলিশিং সমাবেশ। ছবি: প্রতিনিধি

নওগাঁয় নারী নির্যাতন ও সহিংসতা বিরোধ বিট পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে নওগাঁ সরকারী ডিগ্রী কলেজ হলরুমে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার, সাধারন সম্পাদক লিপি সাহা।

পৌর বিট নং-১ ও সদর মডেল থানার আয়োজনে সমাবেশে বক্তব্য আরো রাখেন, নওগাঁ সরকারী ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ভাইস প্রিন্সিপাল প্রফেসর খাজা আব্দুল গনি, প্রাক্তন জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হারুন অল রশিদ, সহকারী পুলিশ সুপার সুমাইয়া আকতার, প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দীন, মাওলানা আইযুব আলী, সমাজ সেবক মোশারফ হোসেন, মহিলা পরিষদের সাধারন সম্পাদক নুর জাহান বেগম, নওগাঁ সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার্থী ফারিয়া চৌধুরী প্রমুখ।

সমাবেশে ইমাম, মোয়াজ্জিম, গ্রামপুলিশ ও আনসারসহ এলাকার প্রায় ৫শ নারী পুরুষ অংশ গ্রহন করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top