রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে প্রায় তিন লক্ষ টাকার মাছ নিধন


প্রকাশিত:
২ অক্টোবর ২০২২ ০৩:১৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৭:৪৬

সংগ্রহীত

নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে উপজেলার আমিরপুর গ্রামের ওহিদুর রহমানের লিজকৃত এই পুকুরে বিষ প্রয়োগের এঘটনা ঘটে।

ওহিদুর রহমান জানান,তিনিসহ ওই গ্রামের মহাতাব আলী যৌথভাবে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা গ্রামে ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা গুলসা,সিং,রুই,কাতলা মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন লক্ষ টাকার মাছ মরে ভেসে ওঠে। ওহিদুর রহমান ওই গ্রামের সাবের আলীর ছেলে এবং মহাতাব আলী একই গ্রামের চেরু জামাদারের ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরপি/ এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top