রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


পত্নীতলায় সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা


প্রকাশিত:
২২ জুন ২০২১ ০৩:৪৪

আপডেট:
২২ জুন ২০২১ ০৩:৪৫

প্রতীকী ছবি

পত্নীতলায় কোভিড-১৯ করোনার বিস্তার রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত। এর ধারাবাহিকতায় সোমবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার নজিপুর বাস্ট্যান্ড গোল চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.লিটন সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা।

সরকারি বিধি নিষেধ অমান্য করে সন্ধ্যা ৬ টার পরে দোকান খোলা রাখায় দোকান মালিকদের ও মাস্ক পরিধান না করায় পথচারীদের মোট ১৯ টি মামলায় ৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

স্বাস্থ্য বিধি মেনে সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দোকান পাট খোলার নির্দেশনা থাকলেও অনেক দোকান ৬ টার পরেও খোলা রাখায় তাদের কে জরিমানা ও কঠোর সতর্কীকরন করেন। এ সময পথচারীদের মাস্ক পরিধান করা সহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। অযথা ঘোরাঘুরি, সমাগম না করে বাড়ী ফিরে যাওয়ার নির্দেশ দেন।

 

 

আরপি/এসআর-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top