রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


মহাদেবপুরে ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত


প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২১ ০০:০২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০০:৫৪

ছবি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলায় ‘ডিজিটাল ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা সদরের ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার এ ম্যারাথন প্রতিযোগিতাটি একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মেজর রুহুল আমিন। অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা প্রমুখ।

উল্লেখ্য, ম্যারাথনে ৬০০ জন নারী-পুরুষ অংশ নেন। ডিজিটাল পদ্ধতিতে অ্যাপসের মাধ্যমে আগামি ২ মার্চ বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের পুরস্কৃত করা হবে।

আরপি/ এসআই-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top