রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


২৬ আগস্ট: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২২ ০৩:০৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৮:৫১

ছবি: সংগৃহীত

আজ ২৬ আগস্ট ২০২২, শুক্রবার। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:
১৩০৩- আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিত্তরগড় দখলে নেন।
১৭৬৮ - ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।
১৭৮৯ - ফরাসি বিপ্লব বিজয় লাভের পর সেদেশের সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।
১৮২১ - আর্জেন্টিনার বুয়েন্স আয়ারেস বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৮৮৩ - ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।
১৯১৪ - জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।
১৯২০ - যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৯২৭ - কলকাতায় প্রথম বেতার কেন্দ্র ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস’ চালু হয়।
১৯৪১ - উপমহাদেশে মওলানা মওদুদীর নেতৃত্বে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়।
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ।
১৯৭০ - সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে।
২০০৫ - বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
২০০৬ - দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

জন্ম:
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়।
১৮৭৩ - মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট।
১৮৮০ - ফরাসি কবি গিইয়াম আপোলিন্যায়ার।
১৮৮৫ - বিখ্যাত ফরাসি লেখক জুলিয়াস রোমেইন্স।
১৯১০ - মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী।
১৯২০ - থাইল্যান্ডের জেনারেল ও প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানন্দ।
১৯২০ - কৌতুকাভিনেতা ভানু (শাম্যময়) বন্দ্যোপাধ্যায়।
১৯৫১ - ফিল্ড্‌স পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড উইটেন।
১৯৮৮ - লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৯০ - মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার।
১৯৯১ - ডিলান ও’ব্রায়েন, মার্কিন অভিনেতা।

মৃত্যু:
১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুক।
১৯১০ - মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলিয়াম জেম্‌স।
১৯৩৪ - বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক অতুলপ্রসাদ সেন।
১৯৮২ - ইতিহাসবেত্তা সুশোভন সরকার।
১৯৮৮ - প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মন্মথ রায়।
২০০৩ - বিমল কর, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।
২০০৬ - সুবোধ রায়, স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক।
২০২১ - গৌরী ঘোষ, প্রখ্যাত ভারতীয় বাঙালি বাচিকশিল্পী।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top