রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


তুরস্কে আবারও আঘাত হানলো ভূমিকম্প


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৩ ২৩:৫৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৭:৪৩

প্রতীকী ছবি

তুরস্কে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে দেশটির কাহরামানমারাস প্রদেশে ৪.৭ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়।

দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ‘ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি’-এর (এএফএডি) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল গোকসুন জেলা।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে যে ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাত কিলোমিটার বা চার মাইল গভীরে।

ফেব্রুয়ারিতে দেশটির ৭.৭ ও ৭.৬ মাত্রার দু‘টি জোড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাহরামানমারাস। ওই মারাত্মক ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়। ওই প্রদেশগুলো হলো, আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, হাতায়, গাজিয়ানটেপ, কাহরামানমারাস, কিলিস, মালত্য ও ওসমানিয়ে।

তুরস্কের প্রায় এক কোটি ৪০ লাখ লোক এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসাথে উত্তর সিরিয়ার বিভিন্ন অঞ্চলের অসংখ্য মানুষ ওই ভূমিকম্পে বিভিন্ন ক্ষয়-ক্ষতির শিকার হয়।

সূত্র : ইয়েনি শাফাক

 

আরপি/এসআর-০৪


বিষয়: ভূমিকম্প


আপনার মূল্যবান মতামত দিন:

Top