রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ঘোড়াঘাটে দাদা-নাতির ফুটবল খেলা অনুষ্ঠিত


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২২ ০৪:১১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৪:০৮

ছবি: ফুটবল খেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে দাদা- নাতির ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে এই খেলার উদ্বোধন করেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন।

এই দাদা নাতির খেলায় দুটি দল অংশগ্রহণ করেন। দাদাদের দলে খেলোয়াড়দের বয়স ৬০-৬৫ বছর আর নাতিদের দলের খেলোয়াড়দের বয়স ১৫-১৭ বছর। খেলাকে সবাই একটা নিদিষ্ট বয়সে সীমাবদ্ধ রাখে। শিশু থেকে নানা খেলার মাধ্যমে সবাই বড় হয়। দাদাদের বয়সের সঙ্গে খেলার মিল না থাকলেও রেফারির বাঁশির শব্দ আর ফুটবলের পিছু ছাড়ছেন না দাদারা। মনোবল থাকলেও শরীরিক অক্ষমতার কারণে যৌবনকালের মতো ফুটবলের সঙ্গে দৌড়াতে পারছে না দাদার দলের অনেকে।

তবে এই খেলায় নাতিদের তিন গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়েন দাদারা। সাধারণ মানুষকে আনন্দ দিতে এমন ব্যতিক্রম খেলার উদ্যোগ নেন ঘোড়াঘাট বাগানবাড়ি মানবকল্যাণ ক্লাব। এ ব্যতিক্রম খেলা দেখতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় চোখে পড়ার মতো।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top