রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঘোড়াঘাটে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২১ ১৯:৫৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৯:৩০

ছবি: প্রতিনিধি

“সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর ঘোড়াঘাট মুক্তিযুদ্ধ মঞ্চের আয়োজনে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৯ অক্টোবর ) বিকাল ৫ টায় ঘোড়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বেরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘোড়াঘাট উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ শাখার আয়োজনে রংপুর পীরগঞ্জ ও কুমিল্লাসহ সারাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘরে অগ্নিসংযোগ,লুটপাট ও ভাংচুরের সাথে জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি সুমন প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শহিদ আলম, আলম ফজল সিদ্দিকী মুন্না , সাধারন-সম্পাদক রুবেল সওদাগর ,সাংগঠনিক সম্পাদক পলাশ রেজা, পৌর শাখার সভাপতি আবু সুফিয়ান , সাধারণ সম্পাদক নিপু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ইয়াদ আলী নাহিদ, সমাজসেবী ছাপ্পু মিয়া, উপজেলা ছাএলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিজু , পৌর ছাত্রলীগের সভাপতি জনিব হাসান, ঘোড়াঘাট সরকারি কলেজ ছাএলীগের সাধারণ সম্পাদক শ্রী রাজিব চৌধরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা হামলাকারীদেও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করে ঘোড়াঘাট থানা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরপি/ এমএএইচ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top