রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু


প্রকাশিত:
২২ জুলাই ২০২১ ০০:৪১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১২:১৪

প্রতীকী ছবি

সাপের কামড়ে একইসঙ্গে মৃত্যু হয়েছে নানি ও নাতির। ঘুমিয়ে থাকা অবস্থায় শয়নকক্ষে সাপ ঢুকে তাদের দুজনকে কামড় দেয়। বুধবার (২১ জুলাই) সকালে এ ঘটনা ঘটেছে ঝিনাইদহ জেলার সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে।

মৃতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী নতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম (২২)।

বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরের মেঝেতে নতিরন নেছা আর খাটে ঘুমিয়েছিলেন নাতি তরিকুল। রাতের যেকোন সময় একটি বিষাক্ত সাপ প্রথমে তরিকুলকে ও পরে নতিরন নেছাকে ছোবল দেয়। বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন প্রথমে তাদের স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে ভোরেই তরিকুলের মৃত্যু হয়। পরে সকালে নতিরন নেছাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি-তদন্ত) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top