রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


ত্রিশালে মোবাইল কোর্টের ১৩ মামলায় সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
২ জুলাই ২০২১ ০৪:৪৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০১:৪৬

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিতকল্পে বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম এবং মাঈদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সকাল ৬ ঘটিকা থেকে পরিচালিত মোবাইল কোর্টে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত ১৩ টি মামলায় ১৮,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়া, কোন যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া, অননুমোদিত দোকান খোলা রাখা, অননুমোদিত যানবাহন চালনা, স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করা, চায়ের দোকানে বসে আড্ডা দেয়া।

মোবাইল কোর্টে বাংলাদেশ সেনাবাহিনী, ত্রিশাল থানা পুলিশ, বাংলাদেশ আনসার সহায়তা প্রদান করেন।উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় ও বিধিনিষেধ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

 

 

আরপি/এসআর-২৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top