রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

ভোলাহাটে মহান স্বাধীনতা দিবস পালিত


প্রকাশিত:
২৭ মার্চ ২০২৩ ০৫:৫৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১২:৪৮

ছবি: রাজশাহী পোস্ট

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) দিবসটি পালনে উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা কর্মসুচী গ্রহণ করে।

এলক্ষ্যে উপজেলা প্রশাসন সূর্যদয়ের সাথে সাথে সমুন্নত স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। দিনব্যাপি নানা কর্মসুচীর মধ্যে ছিল, ’৭১ রণাঙ্গণের বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পার্পণ ও সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ, সকাল সাড়ে ৮টায় রামেশ্বর হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ, বাদ জোহর মসজিদে মসজিদে-মন্দিরে বিশেষ প্রার্থনা।

এর আগে বেলা ১২টায় মেডিকেল মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদাণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান  গরিবুল্লাহ দবির, থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান ও হোসনে আরা পাখি, বীর মুক্তিযোদ্ধা আফসার হোসেন, একরাম হোসেন, কোরবান আলী, সেতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত রেজওয়ানুল হক, শিক্ষা কর্মকর্তা আব্দুল গাফফার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে নানা কর্মসুচী পালন করে। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/এসআর-২৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top