রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে দুই সহস্রাধিক কোরআন খতম


প্রকাশিত:
১১ আগস্ট ২০২২ ০২:০৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১০:২৭

ছবি: প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে দুই সহস্রাধিক কোরআন খতম হয়েছে। কোরআন খতমের আয়োজন করে জেলা প্রশাসন। বুধবার (১০ আগস্ট) সপ্তাহ ব্যাপী এই কোরআন খতমের উদ্বোধন করেন বুধবার জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এ সময় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, পৌর মেয়র মো. মোখলেসুর রহমান, সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার ফজলে-ই-খুদা, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানসহ সরকারী-বেসকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোরআন খতম অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, ১৫ই আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী দুই সহস্রাধিক কোরআন খতমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে কোরআন খতমে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার মুহাদ্দিস ও ছাত্ররা। পরে চাঁপাই-মহিষপুর জামে মসজিদের ইমাম আব্দুল্লাহীল হামিদের পরিচালনায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top