রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ০৮:৪০

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২৩:৪৪

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা মামলায় সুফিয়ান (৪০) নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় প্রদান।

আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যাক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি জানান, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামের মমিনুল ইসলামের বাড়ীর নির্মাণাধীন টয়লেট তৈরীকে কেন্দ্র করে ২০১৩ সালের ২০ জুলাই পার্শ্ববর্তী সুফিয়ানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুফিয়ান মমিনুলের গলায় ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পরে এ ঘটনায় নিহত মমিনুলের স্ত্রী সীমা বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় সুফিয়ানকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বানী ইসরাইল একই সালের ৩০ সেপ্টেম্বর সুফিয়ানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে সোমবার দুুপুরে আদালতের বিচারক সুফিয়ানকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।

 

আরপি/ এমএএইচ-২১



আপনার মূল্যবান মতামত দিন:

Top