রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জে মিলি হত্যাকান্ডে শ্বশুর আটক


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১২:২৮

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে সদর উপজেলার কালুপুর কুলপাড়ার মো. জহরুল ইসলামের সহধর্মিণী মিলি বেগমের (৩৫) হত্যাকান্ডে ঘটনায় একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক আসামী সদর উপজেলার ঠাকুর পালশা পুলপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিক ও মোসা. জুবেলা বেগমের ছেলে মো. খায়রুল ইসলাম। সম্পর্কে খায়রুল নিহত মিলি বেগমের শ্বশুর।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী জহরুলের বাঁশের লাঠির আঘাতে ২২ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টার দিকে ঘটনাস্থলেই নিহত হন গৃহবধু মিলি। পরে পরিবারের পক্ষ থেকে স্বামী জহুরুলকে প্রধান আসামী ও শ্বশুর খায়রুলকে দ্বিতীয় আসামী করে মামলা দায়ের করা হয়।

এরই প্রেক্ষিতে এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রেলস্টেশন এলাকা থেকে একইদিন রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে খায়রুলকে আটক করতে সক্ষম হয়। সে ট্রেনে চড়ে পালিয়ে যাবার সময় আটক হয় ডিবির হাতে। আর এ মামলার ১ নং পলাতক আসামী মিলির স্বামী জহরুলকে ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

আরপি/ এসআই-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top