রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নগর নেতাদের আশ্বাসে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের আন্দোলন স্থগিত


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২১ ০২:৫২

আপডেট:
১৪ জানুয়ারী ২০২১ ০৩:৫৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরী প্রত্যাশী সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতারা তাদের আন্দোলন স্থগিত করেছে। বুধবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহানের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিনিধি হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সধারণ সম্পাদক ডাবলু সরকারের বৈঠক হয়। বৈঠক শেষে ডাবলু সরকার আন্দোলন স্থগিতের বিষটি জানান।

দেড় ঘন্টা বৈঠকের পর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সাংবাদিকদের বলেন, ‘যারা চাকরির জন্য আন্দোলন করছিলেন, তারা একসময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবির, বিএনপির দ্বারা নির্যাতিত হয়েছেন। তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। তাই চাকরির একটা প্রত্যাশা থেকে তারা আন্দোলন করেছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়েরই সাবেক একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্রকে চাকরি দেওয়া নিয়ে সাবেক ছাত্রনেতাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ে সকল নিয়োগে যে নিষেধাজ্ঞা আছে, সেটি নিরসনের জন্য আমরা যারা রাজনৈতিক নেতা আছি, এমপি, মেয়রসহ তারা মন্ত্রণালয়ে কথা বলব।

যেন তারা দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে উপাচার্য মহোদয় ও আমরা যৌথভাবে কাজ করতে একমত হয়েছি। যদি এটি প্রত্যাহার হয়ে যায়, তাহলে আবারও চাকরির দুয়ারটা আবারও খুলে যাবে।’ এ সময় উপস্থিত আন্দোলনকারী সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘তারা আমাদের অভিভাবক। তাদের ওপর আস্থা-বিশ্বাস রেখে আমরা আন্দোলন স্থগিত করছি।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা শিক্ষামন্ত্রনালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহাওে কাজ করবেন, এমন আশ্বাসে চাকরি প্রত্যাশীরা আন্দোলন স্থগিত করেছে।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুপারিশে গত সোমবার দুপুরে রেজিস্ট্রার দফতরে জামাল উদ্দিন নামে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি অ্যাডহকে নিয়োগ পান। বিষয়টি জানতে পারে সোমবার রাত থেকে উপাচার্যের বাসভবন ও প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আড়াই ঘণ্টার বৈঠক করে ছাত্রলীগ নেতারা। কিন্তু বৈঠক ফলপ্রসূ না হওয়ায় তারা বুধবার (১৩ জানুয়ারি) আবার উপাচার্যের সঙ্গে তারা বৈঠক করবেন বলে জানান। 

 

 আরপি / এমবি-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top